nocomments

ibas++password recovery করার পদ্ধতি ?

Ibas++ প্রবেশ করার জন্য দশম থেকে প্রথম গ্রেড পর্যন্ত প্রত্যেকেরই আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। তাছাড়া  ডিডিওদের আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। বিভিন্ন কারণে  ibas++ এ  password change করার দরকার হয়। যেমন আপনি কোন কারণে পাসওয়ার্ড ভুলে যেতে পারেন । তিন মাস পর পর নিরাপত্তার  Ibas++ এ পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় । এই পোস্টে আমরা জানব আপনি কিভাবে ibas++password rec রিকভারি করবেন। 

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবে :

  • ibas++password change করার উপায় ?
  • ibas++ password recoveryকরার পদ্ধতি ?
  • ibas++এ forgot password ও username উদ্ধার করার উপায় ?

আইবাস++ এ কথন আপনার আইডি লক হয়ে যাবে ?

  • আপনি যদি পরপর দশবার আন সাকসেসফুল লগইন করে থাকেন তাহলে আপনার Iibas++ user id  লক হয়ে যাবে । নির্দিষ্ট সময় পর্যন্ত লক থাকবে এরপরে অটোমেটিক আবার আপনি লগইন করতে পারবেন।

ibas++ password কি ধরনের নির্থারণ করতে হবে ?

  • পাসওয়ার্ডের দৈর্ঘ্য ৮ ডিজিটের হবে।
  • বড় হাতের অক্ষর একটি থাকবে।
  • ছোট হাতের অক্ষর কমপক্ষে একটি থাকবে।
  • নিউমারিক সংখ্যা কমপক্ষে একটি থাকবেবিভিন্ন চিহ্ন (! @ # $ % & *)  কমপক্ষে একটি থাকবে।

ibas++ password recoveryকরার পদ্ধতি ?

  • ibas++ এ password change পরিবর্তন করার করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ওয়েবসাইটে আসার পর নিচের স্ক্রিন আসবেঃ
 ibas++password recovery
ibas++password recovery

  • ibas++ এ login option এ অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
ibas++password recovery
ibas++password recovery

  • ibas++ password পরিবর্তন করার জন্য Forgot Password অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
 ibas++password recovery
ibas++ password recovery
  • এখানে আপনার ইউজার আইডি দেওয়ার পর Send Verification Code অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
ibas++ password change
ibas++ password change

  • তারপর Ok আপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
ibas++ password change
ibas++ password change
  • এখানে আপনার মোবাইলে প্রেরিত ৬ ডিজিটের Verification code কোড দেওয়ার পর নতুন পাসওয়ার্ড দিয়ে change password আপশনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
  • একই ভাবে ibas++এ forgot username উদ্ধার করা যায়।
  • iBAS++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম জানতে এখানে ক্লিক করুন।

উপসংহারঃ

  • Ibas++ password অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং Ibas++ পাসওয়ার্ডটি অত্যন্ত গোপনীয়ভাবে সংরক্ষণ করা উচিত। তাছাড়া আপনি যে কোন মুহূর্তে আর্থিক ঝুঁকিতে মধ্যে পড়তে পারেন।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আইবাস++ password change and ibas++ profile picture পরিবর্তন করার পদ্ধতি বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

Ibas++password change | Ibas++profile picture | ibas++ recovery password | ibas++ password change

Reply

error: Content is protected !!