ibas++password recovery করার পদ্ধতি ?
Ibas++ প্রবেশ করার জন্য দশম থেকে প্রথম গ্রেড পর্যন্ত প্রত্যেকেরই আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। তাছাড়া ডিডিওদের আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। বিভিন্ন কারণে ibas++ এ password change করার দরকার হয়। যেমন আপনি কোন কারণে পাসওয়ার্ড ভুলে যেতে পারেন । তিন মাস পর পর নিরাপত্তার Ibas++ এ পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় । এই পোস্টে আমরা জানব আপনি কিভাবে ibas++password rec রিকভারি করবেন।
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবে :
- ibas++password change করার উপায় ?
- ibas++ password recoveryকরার পদ্ধতি ?
- ibas++এ forgot password ও username উদ্ধার করার উপায় ?
আইবাস++ এ কথন আপনার আইডি লক হয়ে যাবে ?
- আপনি যদি পরপর দশবার আন সাকসেসফুল লগইন করে থাকেন তাহলে আপনার Iibas++ user id লক হয়ে যাবে । নির্দিষ্ট সময় পর্যন্ত লক থাকবে এরপরে অটোমেটিক আবার আপনি লগইন করতে পারবেন।
ibas++ password কি ধরনের নির্থারণ করতে হবে ?
- পাসওয়ার্ডের দৈর্ঘ্য ৮ ডিজিটের হবে।
- বড় হাতের অক্ষর একটি থাকবে।
- ছোট হাতের অক্ষর কমপক্ষে একটি থাকবে।
- নিউমারিক সংখ্যা কমপক্ষে একটি থাকবেবিভিন্ন চিহ্ন (! @ # $ % & *) কমপক্ষে একটি থাকবে।
ibas++ password recoveryকরার পদ্ধতি ?
- ibas++ এ password change পরিবর্তন করার করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ওয়েবসাইটে আসার পর নিচের স্ক্রিন আসবেঃ
- ibas++ এ login option এ অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
- ibas++ password পরিবর্তন করার জন্য Forgot Password অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
- এখানে আপনার ইউজার আইডি দেওয়ার পর Send Verification Code অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
- তারপর Ok আপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
- এখানে আপনার মোবাইলে প্রেরিত ৬ ডিজিটের Verification code কোড দেওয়ার পর নতুন পাসওয়ার্ড দিয়ে change password আপশনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
- একই ভাবে ibas++এ forgot username উদ্ধার করা যায়।
- iBAS++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
উপসংহারঃ
- Ibas++ password অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং Ibas++ পাসওয়ার্ডটি অত্যন্ত গোপনীয়ভাবে সংরক্ষণ করা উচিত। তাছাড়া আপনি যে কোন মুহূর্তে আর্থিক ঝুঁকিতে মধ্যে পড়তে পারেন।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
আইবাস++ password change and ibas++ profile picture পরিবর্তন করার পদ্ধতি বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।