ibas++password change অথবা ibas++password recovery করার পদ্ধতি ?
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবে :
- ibas++password change করার উপায় ?
- ibas++password recovery করার পদ্ধতি ?
- ibas++এ forgot password ও username উদ্ধার করার উপায় ?
ibas++ এ password change পরিবর্তন করার করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ওয়েবসাইটে আসার পর নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ এ password change পরিবর্তন করার জন্য ২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ password change পরিবর্তন করার জন্য Forgot Password অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

এখানে আপনার ইউজার আইডি দেওয়ার পর Send Verification Code অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

তারপর Ok আপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

এখানে আপনার মোবাইলে প্রেরিত ৬ ডিজিটের Verification code কোড দেওয়ার পর নতুন পাসওয়ার্ড দিয়ে change password আপশনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
একই ভাবে ibas++এ forgot username উদ্ধার করা যায়।
iBAS++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
ibas++ password change and ibas++ profile picture পরিবর্তন করার পদ্ধতি বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
রিলেটেড ট্যাগঃ ibas++password change, ibas++password recovery, ibas++ forgot username and password