2comments

ibas++ pay fixation on promotion | অনলাইনে পদোন্নতিতে এবং উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি ?

যে কোন ব্রাউজারের সাহ্যয্যে অনলাইনে উচ্চতর গ্রেডে অথবা পদোন্নতিতে বেতন নির্ধারণের জন্য http://www.payfixation.gov.bd/ সরকারি কর্মচারীগণ এই ওয়েবসাইট ব্যবহার করে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১.৭.২০১৫ তারিখে বেতন নির্ধারণ এবং পরবর্তীতে নতুন নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ এবং সমপদে স্কেল উন্নীতকরণ জনিত বেতন নির্ধারণী ফরম দাখিল করবেন। হিসাবরক্ষণ কার্যালয় দাখিলকৃত তথ্যসমূহ যাচাই করে প্রতিপাদন করবেন।

পূর্ব প্রস্তুতি: ১. জাতীয় পরিচয়পত্র

২. মোবাইল ফোন নম্বর

৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)

৪. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)

৫. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’

৬. প্রিন্ট করার ব্যবস্থা

সূত্রঃ payfixation.gov.bd

বিস্তারিত ভিডিও দেখে নিন।

যদি তথ্য সংশোধন করার দরকার তাহলে সংশোধন করুন অপশনে আর যদি সংশোধন করার দরকার না হয়, তাহলে দাখিল করুন অপশনে ক্লিক করুন।

দাখিল করার পর অপনি প্রিন্ট করুন অপশনে থেকে প্রিন্ট করে নিবেন । তারপর ডিডিও অনুমোদনের পর হিসাবরক্ষণ অফিসের অনুেমোদনের জন্য প্রেরণ করতে হবে।

আইবাস++ এ ২০২২ সালে ব্যাংক একাউন্ট পরিবর্তন করার পদ্ধতি | ibas++ bank account change 2022 এখান থেকে জেনে নিতে পারেন।

অনলাইনে বেতন নির্ধারনের নির্দেশনা।

2 Comments

  1. MD.ABU HANIF

Reply

error: Content is protected !!