ibas++registration or ibas++ user id পাওয়া উপায় ?
- আইবাস++ এর মাধ্যমে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের সকল পাওনা পরিশোধ করা হয়ে থাকে। সরকারি চাকরিতে নতুন কর্মকর্তা/কর্মচারি যোগদান করলে প্রথমে পে ফিক্সেশন করতে হয়। তারপর ১ম গ্রেড হতে ১০ গ্রেড কর্মকর্তাগণের আইবাস++ রেজিস্টশন করার পর ibas++ user id পাওয়া যাবে। এখানে প্রতিটি ধাপ বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ibas++ self registration কি কি ধাপ অতিক্রম করতে হবে ?
সরকারি কর্মকর্তা ১০ গ্রেড বা নবম গ্রেড বা তার উর্ধ্ব গ্রেডে যারা নিয়োগ লাভ করে তাদের বেতন-ভাতা হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করার জন্য তাদের নিজস্ব আইবাস++ এ আইডি থাকে। এই আইবাস আইডি খোলার জন্য ibas++ registration করা প্রয়োজন হয়। ibas++ self drawing officer (SDO) id registration করার জন্য নিম্নের ধাপগুলো সম্পন্ন করতে হবেঃ
- প্রথমে অনলাইন পেফিক্সেশন সম্পন্ন করতে হবে ।
আরও জানুনঃ
ibas++login for salary registration or আইবাসে লগইন করার উপায় ২০২৪ ?
- এবং হিসাবরক্ষণ অফিস হতে অনুমোদন করে নিতে হবে।
- ibas++ registration করার আগে আইবাস++ এ মাস্টার এন্টি করতে হবে।
- ibas++ registration করার আগে আইবাস++ এ মাস্টার অনুমোদন করতে হবে।
- ibas++ employee eft information form পূরণ করে হিসাবরক্ষণ অফিস হতে Ibas++ এ employee information পূরণ করে হিসাবরক্ষণ অফিসারের অনুমোদন নিতে হবে।
তারপর অনলাইনে ibas++ self registration রেজিস্ট্রেশন করতে হবে।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ibas++registration করার উপায় ?
আইবাস++ এ রেজিস্ট্রেশন করার প্রথম ধাপ ?
এ জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
আইবাস++ এ রেজিস্ট্রেশন করার দ্বিতীয় ধাপ ?
এখানে Ibas++login অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
আইবাস++ এ রেজিস্ট্রেশন করার তৃতীয় ধাপ ?
তারপর Ibas++ এ Register Yourself অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
আইবাস++ এ রেজিস্ট্রেশন করার চতুর্থ ধাপ ?
এখানে এনআইডি দিয়ে go অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
আইবাস++ এ রেজিস্ট্রেশন করার পঞ্চম ধাপ ?
তারপর আপনার মোবাইলে প্রেরিত চার ডিজিটের ওটিটি দিয়ে submit অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
আইবাস++ এ রেজিস্ট্রেশন করার ৬ষ্ট ধাপ ?
ibas++registration করার নির্দেশনা ?
- যদি সেলফ ড্রয়িং অফিসার হলে Employee as self drawing officer অপশনে টিক চিহ্ন দিতে হবে।
- Employee as DDO হলে অপশনে টিক চিহ্ন দিতে হবে।
- Ibas++ User id সিলেক্ট করতে হবে।
তারপর Register অপশনে ক্লিক করলে আইবাস ++ এ ইউজার আইডি তৈরী হবে এবং নিচের স্ক্রিন আসবে।
ibas++ self registration সম্পন্ন হলে আপনার মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড প্রেরণ করা হবে এবং তারপর আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
১৩ম গ্রেড হতে ২০তম গ্রেডের কর্মচারিদের কি ibas++ user id থাকবে ?
- ১৩ম গ্রেড হতে ২০তম গ্রেডের কর্মচারিদের ibas++ user id থাকেবে না । তাদের ডিডিও এর আইডির মাধ্যমে বেতন বিল পরিশোধ করা হয়ে থাকে।
drawing & disbursement officer (ddO)বদলী হলে ডিডিও আইডির কি (Ibas++ ddo id transfer) হবেঃ
ডিডিও বদলী হলে বদলী হলে ডিডিও আইডি থাকবে। এ ক্ষেত্রে নতুন ডিডিও হিসেবে যে অফিসে যোগদান করবেন সংশ্লিষ্ট হিসাবরক্ষ অফিস আপনাকে ibas++ এ drawing & disbursement officer (ddO) হিসেবে যোগদান করে নিবে। তাহলে আপনি সেই অফিসের ডিডিও হিসেবে সব অপশন পেয়ে যাবেন।
ibas++registration form ডাউনলোড করার উপায় ?
ibas++ (drawing & disbursement officer) ddo user self registration pdf form (আইবাস++ এ ডিডিও ইউজার রেজিস্ট্রশন ফরম) ডাউনলোড করে রাখতে পারেন।
আইবাস++ এ রেজিস্ট্রেশন word form ডাউনলোড করার উপায় ?
ibas++ (drawing & disbursement officer) ddo user registration word form (আইবাস++ এ ডিডিও ইউজার রেজিস্ট্রশন ওয়ার্ড ফরম) ডাউনলোড করতে করে রাখতে পারেন।
ibas++ user id transfer form ডাউনলোড করার উপায় ?
আইবাস++ ইউজার আইডি ট্রান্সফার ফরম (ibas++ user id transfer pdf form ) ডাউনলোড করার জন্য করে রাখতে পারেন
ibas++ user id transfer word form ডাউনলোড করার উপায় ? ?
আইবাস++ ইউজার আইডি ট্রান্সফার ওয়ার্ড ফরম (ibas++ user id transfer word form ) ডাউনলোড করার জন্য এ করে রাখতে পারেন।
আরও জানুনঃ এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর বিস্তারিত জানতে করে রাখতে পারেন।
শেষ কথাঃ নতুন সরকারি চাকরিতে যোগদান করলে অবশ্যই ১ম গ্রেড হতে ১০ গ্রেড কর্মকর্তাগণের আইবাস++ রেজিস্টশন করতে হবে। অন্যথায় কোন অবস্থায় তাদের বেতন বিল সাবমিট করা সম্ভব হবে না। আর ১৩ম গ্রেড হতে ২০তম গ্রেডের কর্মচারিদের আইবসা++ তাদের নিজস্ব আইডি থাকবে না, তাদের বেতন বিল ডিডিও আইডির মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে।
অফিসারদের আইবাস++ এ সেলফ রেজিস্ট্রশন। ibas++ self registration । ibas++ new registration বিস্তারিত জেনে নিন।
রিলেটেড ট্যাগঃ ibas++ account opening, ibas++ account login, ibas++ user registration, ibas++user registration form, ibas++registration,
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।