ibas++ registration করা এবং আইবাস++ এ নতুন ডিডিও (DDO) এবং এসডিও (SDO) আইডি পাওয়ার পর করণীয়?
ibas++ new ddo id open করার জন্য ibas++ registration করার উপায় ?
নতুন সরকারি চাকুরিতে যোগদানের পর বেতন বিল সামিট করার জন্য ১-১০ গ্রেডের কর্মকর্তাগণ ( self drawing officer) তাদের নিজের আইডির (SDO Id) থেকে এবং ১১-২০ তম গ্রেডের কর্মচারিগণ তাদের ডিডিও (DDO Id) গণ তাদের বেতন বিল হিসাবরক্ষণ অফিসে সাবমিট করে থাকে। এ জন্য self drawing officer (sdo) and drawing and disbursing officer (DDO) গণের আইবাস++( Ibas++) এ SDO Id এবং DDO Id খোলার প্রয়োজন হয়। আবার যদি drawing and disbursing officer (DDO) অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন তাহলে অতিরিক্ত ডিডিও আইডির (Additional ddo id) প্রয়োজন হয়।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
আইবাস++( Ibas++) সাপোর্ট টিম কতৃক আইডি পাওয়ার পর করনীয় :
প্রথমে আইবাসে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আইবাস++ এ পাসওয়ার্ডের ধরন হবে নিম্নরুপঃ
আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
১। Ibas++ password এর দের্ঘ্য হবে ৮ ডিজিটের হবে।
২। Capital Letters and Small Letters হবে।
৩। নিউমেরিক সংখ্যা অর্থাৎ ১,২,৩– থাকতে হবে।
৪। স্পেশাল character (@,#<,—-) থাকতে হবে।
নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি জেনে নিন।
আইবাস++ এ নতুন ডিডিও (DDO) এবং এসডিও (SDO) আইডি পাওয়ার পর করণীয় বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।
আইবাস ++ এ জিপিএফ এর চাঁদা কম/বেশি,চাঁদা কর্তন বন্ধ, নতুন ডিজিটাল নম্বর বের করার এবং সুদ মুক্ত করার পদ্ধতি জেনে নিন।
রিলেটেড ট্যাগঃ ibas++ new ddo id open, Ibas++ ddo registration online,| ibas++ ddo registration , ibas++ ddo id , আইবাস++ এ নতুন ডিডিও (DDO) এবং এসডিও (SDO) আইডি পাওয়ার পর করণীয়?ibas++ registration
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।