বাজেট কাকে বলে ? বাজেট প্রাক্কলন কি ? বাজেট প্রক্ষেপণ কি ? পরিচালন ব্যয়ের বাজেট প্রক্ষেপণ ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ নিয়ম ২০২৪ ?
বাজেট বা বাজেট কাকে বলে ?
কোন দেশের সম্ভাব্য আয় এবং ব্যয়ের হিসাবকে বাজেট বাজেট বলা হয়। কোন দেশের সরকারকে দেশ চালাতে গিয়ে সরকারের হয়ে যারা কাজ করে তাদের বেতন,ভাতা, সম্মানী দিতে হয়, আবার জনকল্যাণের জন্য রাস্তা-ঘাট, ব্রিজ ও বিভিন্ন ধরণের অবকাঠামো তৈরী করতে হয়। অতএব কোন নির্দিষ্ট বছরে কোন খাতে কত অর্থ ব্যয় হবে এবং কোন খাত হতে কত আয় হবে, সেই পরিকল্পনার হচ্ছে বাজেট।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
বাজেট প্রাক্কলন কি ?
বাজেট প্রাক্কলন হলো কোন দেশের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কোন খাতে খরচ হবে এবং সেই খরচ গুলো কভার করতে কত টাকার প্রয়োজন হবে, একটি অনুমান করার প্রক্রিয়া।
বাজেট প্রক্ষেপণ কি ?
বাজেট প্রক্ষেপণঃ কোন দেশের একটি ভবিষ্যতে মধ্যে কোন কোন খাতে খরচ হবে এবং সেই খরচ গুলো কভার করতে কত টাকার প্রয়োজন হবে, একটি অনুমান করার প্রক্রিয়া।
বাজেট প্রাক্কলন ও প্রক্ষেপণঃ বর্তমান পদ্ধতি ?
- অর্থনৈতিক কোড ভিত্তিক বিস্তারিত প্রাক্কলন
- প্রাপ্ত প্রাক্কলন অফিস গ্রুপ ভিত্তিক compilation এবং অর্থ বিভাগে প্রেরণ।
- অফিস গ্রুপ ভিত্তিক খসড়া ব্যয়সীমা বা সিলিং নির্ধারণ।
- মাঠ পর্যায় থেকে প্রাপ্ত প্রাক্কলন অনুযায়ী অফিস ভিত্তিক খসড়া ব্যয়সীমা বা সিলিং নির্ধারণ এবং iBAS++এ entry
- প্রাপ্ত ব্যয়সীমা বা সিলিং অনুযায়ী অর্থনৈতিক কোড ভিত্তিক বিস্তারিত বিভাজন এবং iBAS++ এ entry
- Budget Working Group (BWG) 4 Budget Management Committee (BMC) এর অনুমোদনের পর অর্থ বিভাগ কর্তৃক চূড়ান্ত অনুমোদন
আরও জানুনঃ ibas++budget preparation user registration entry 2024 and Approval করার উপায় ?
পরিচালন ব্যয়ের ২০২৩-২৪ অর্থবছরের প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ নিয়ম ২০২৪ ? বাজেট প্রণয়নের সময় কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হয়?
- সংশ্লিষ্ট অধিদপ্তর/অপারেশন ইউনিটের ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত/প্রদর্শিত বিস্তারিত অর্থনৈতিক কোড অনুযায়ী উক্ত অধিদপ্তর/অপারেশন ইউনিটের ২০২৪-২৫ অর্থবছরের পরিচালন বাজেটের প্রাক্কলন এবং ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের প্রক্ষেপণ প্রস্তুত করতে হবে।
- অর্থ বিভাগের সম্মতি ব্যতিরেকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত নেই এমন কোন অর্থনৈতিক কোডের বিপরীতে ২০২৪-২৫, ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থ বছরে কোন বরাদ্দ প্রদর্শন করা যাবে না।
কর্মচারীদের প্রতিদানের বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
নির্ধারিত ছকে প্রস্তুত বেতনভাতা বিবরনীর ভিত্তিতে প্রত্যেক অপারেশন ইউনিটের আওতায় কর্মরত বা বিদ্যমান কর্মচারীদের ২০২৪-২৫ অর্থবছরের বেতন ও ভাতাদির প্রাক্কলন এবং ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের প্রক্ষেপণ প্রণয়ন করতে হবে।
যেসকল ক্ষেত্রে বেতন বিবরণী প্রস্তুত করা সম্ভব হয়নি সেসকল ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করে বেতন-ভাতার প্রাক্কলন প্রণয়ন করতে হবে তা হলঃ
(১) কর্মচারীদের প্রতিদান
২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটের উপর ৫.৫% বৃদ্ধি ধরে ২০২৪-২৫
২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের উপর ৫.৫% বৃদ্ধি ধরে ২০২৫-২৬ এবং
২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের উপর ৫.৫% হারে বৃদ্ধি ধরে ২০২৬-২৭
নববর্ষ ভাতার বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(২) নববর্ষ ভাতা:
২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বেতন বাবদ প্রাক্কলিত ও প্রক্ষেপিত বরাদ্দের ১/৬০ ভাগ অর্থ নববর্ষ ভাতা বাবদ বরাদ্দ হিসাবে
ধরতে হবে
উদাহরণঃ
(কর্মকর্তার বেতন + কর্মচারীর বেতন )/৬০= নববর্ষ ভাতা
আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?
বাড়ী ভাড়া ভাতার বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(৩) বাড়ী ভাড়া ভাতা:
২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটের উপর ৫.৫% বৃদ্ধি ধরে ২০২৪-২৫
২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের উপর ৫.৫% বৃদ্ধি ধরে ২০২৫-২৬ এবং
২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের উপর ৫.৫% হারে বৃদ্ধি ধরে ২০২৬-২৭
উৎসব ভাতার বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(৪) উৎসব ভাতা:
২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থ বছরের বেতন বাবদ প্রাক্কলিত ও প্রক্ষেপিত বরাদ্দের ১/৬ ভাগ অর্থ উৎসব ভাতা বাবদ বরাদ্দ হিসাবে
ধরতে হবে;
উদাহরণঃ
(কর্মকর্তার বেতন + কর্মচারীর বেতন )/৬= উৎসব ভাতা
চিকিৎসা ভাতার বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(৫) চিকিৎসা ভাতা:
২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বিদ্যমান কর্মকর্তা কর্মচারীর সংখ্যার ভিত্তিতে মাথাপিছু বার্ষিক ১৮,০০০ টাকা হারে চিকিৎসা ভাতা বাবদ বরাদ্দ ধরতে হবে;
উদাহরণঃ
কর্মকর্তা-কর্মচারীর মোট সংখ্যা x ১৮,০০০ = চিকিৎসা ভাতা
টিফিন ভাতার বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(৬) টিফিন ভাতা:
২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের নন-গেজেটেড বেসামরিক কর্মচারীদের বিদ্যমান সংখ্যার ভিত্তিতে মাথাপিছু বার্ষিক ২,৪০০ টাকা হারে টিফিন ভাতা বাবদ বরাদ্দ ধরতে হবে। তবে, যেসকল কর্মচারী প্রতিষ্ঠান হতে মধ্যাহ্নভোজ ভাতা অথবা টিফিন ভাতা প্রযোজ্য হবে না যারা বিনামূল্যে দুপুরের খাবার পান ।
উদাহরণঃ
কর্মচারীর মোট সংখ্যা x ২,৪০০ = টিফিন ভাতা
আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২৪ ?
যাতায়াত ভাতার বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(৭) যাতায়াত ভাতা:
২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ১১-২০ নং গ্রেডভুক্ত কর্মচারীদের বিদ্যমান সংখ্যার ভিত্তিতে মাথাপিছু বার্ষিক ৩,৬০০ টাকা হারে যাতায়াত ভাতা বাবদ বরাদ্দ ধরতে হবে;
উদাহরণঃ
১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীর মোট সংখ্যা x ৩,৬০০= যাতায়াত ভাতা
শ্রান্তি বিনোদন ভাতার বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(৮) শ্রান্তি বিনোদন ভাতা:
২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের সাধারণভাবে বেতন বাবদ প্রাক্কলিত ও প্রক্ষেপিত বরাদ্দের ১/৩৬ ভাগ অর্থ শ্রান্তি বিনোদন ভাতা হিসাবে বরাদ্দ ধরা যেতে পারে;
উদাহরণঃ
(কর্মকর্তার বেতন + কর্মচারীর বেতন )/৩৬ = শ্রান্তি বিনোদন ভাতা
অন্যান্য ভাতার বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
৯) অন্যান্য ভাতা :
চলতি অর্থবছরের বরাদ্দ ও প্রাপ্য হার অনুসরণ করে ২০২৪-২৫ অর্থবছরের অন্যান্য ভাতার প্রাক্কলন প্রণয়ন করা যেতে পারে। ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ অনুযায়ী ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের প্রক্ষেপণ নির্ধারণ করা যেতে পারে;
প্রশাসনিক ব্যয় এর বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(খ) প্রশাসনিক ব্যয় :
সাধারণভাবে ২০২২-২৩ অর্থবছরের প্রকৃত ব্যয় এবং চলতি ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ৫ মাসের প্রকৃত ব্যয়ের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক্কলন প্রণয়ন করা যেতে পারে।
২০২৩-২৪ হতে ২০২৪-২৫ …র্থবছরের প্রবৃদ্ধি বিবেচনায় ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের প্রক্ষেপণ নির্ধারণ করা যেতে পারে;
প্রশাসনিক ব্যয় খাতের অন্তর্ভুক্ত কোন আইটেমের হার/মূল্য বৃদ্ধি ব্যতিরেকে এ খাতে কোন বর্ধিত বরাদ্দ ধরা যাবে না।
মেরামত ও সংরক্ষণের বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
গ) মেরামত ও সংরক্ষণ:
সাধারণভাবে ২০২২-২৩ অর্থবছরের প্রকৃত ব্যয় এবং চলতি ২০২৩- ২৪ অর্থবছরের প্রথম ৫ মাসের প্রকৃত ব্যয়ের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক্কলন প্রণয়ন করা যেতে পারে।
২০২৩-২৪ হতে ২০২৪-২৫ অর্থবছরের প্রবৃদ্ধি বিবেচনায় ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের প্রক্ষেপণ নির্ধারণ করা যেতে পারে;
সম্মানির বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
(ঘ) সম্মানি
২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কর্মরত জনবলের কঠোর ও শ্রমসাধ্য কাজ সম্পাদনের জন্য সম্মানি মাথাপিছু ১০,০০০ টাকা ধরে প্রাক্কলন করা যেতে পারে।
উদাহরণঃ
রাজস্ব বাজেটের আওতায় কর্মরত জনবলের সংখ্যা X ১০,০০০= সম্মানি
আরও জানুন: মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?
সম্পদ সংগ্রহ/ক্রয় খাতে বাজেট প্রাক্কলন ও বাজেট প্রক্ষেপণ এর নিয়ম ?
ঙ) সম্পদ সংগ্রহ/ক্রয়:
সাধারণভাবে ২০২২-২৩ অর্থবছরের প্রকৃত ব্যয় এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৫ মাসের প্রকৃত ব্যয়ের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক্কলন প্রণয়ন করা যেতে পারে।
সংগঠন ও সরঞ্জাম তালিকায় অন্তর্ভুক্ত নেই বা অন্তর্ভুক্ত থাকলেও প্ৰয়োজন নেই এমন কোন যানবাহন, যন্ত্রপাতি বা সরঞ্জাম ক্রয়ের জন্য কোন বরাদ্দ প্রাক্কলনে বা প্রক্ষেপণে অন্তর্ভুক্ত করা যাবে না।
নতুন অর্থনৈতিক কোডসমূহ ?
কোড বিবরণ
৩২১১১১৮ ফিটনেস ফি
৩২৫৫১০৪ স্ট্যাম্প ও সিল
৩২১১১২৬ অডিও-ভিডিও/চলচ্চিত্র নির্মাণ
৩২৫৬১০৩ ব্যবহার্য সামগ্ৰী
৩২১১১২৮ প্রকাশনা
৩২৫৮১০৪ অফিস সরঞ্জামাদি
৩২১১১৩০ যাতায়াত ব্যয়
৩২৫৮১৪১ অভ্যন্তরীণ শোভাবর্ধন
৩২২১১০১ নিরীক্ষা/সমীক্ষা ফি
৩২৫৮১৪৪ ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ
৩২43102 গ্যাস ও জ্বালানি
৪১১২২০১ তথ্য যোগাযোগ প্রযুক্তি সরঞ্জামাদি
3244102 বদলি ব্যয়
৪১১২২০৪ টেলিযোগাযোগ সরঞ্জামাদি
৩২৫২১০৮ স্বাস্থ্যবিধান সামগ্রী
4112316 অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি
3253103 নিরাপত্তা সেবা (ভাড়ার ভিত্তিতে)
৩২১১১১১ সেমিনার/কনফারেন্স ব্যয়
রিলেটেড ট্যাগঃ বাজেট প্রাক্কলন কি,বাজেট কি , বাজেট কাকে বলে ,বাজেট ২০২২-২০২৩, বাজেট ২০২৩ ২৪, বাজেট ২০২৩-২০২৪ বাংলাদেশ, বাজেট , বাজেট তৈরির নিয়ম practical ,প্রাক্কলন কি, প্রাক্কলিত ব্যয় কি,বাজেট প্রাক্কলন কি, বাজেট প্রণয়নের সময় কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হয়?,বাজেট প্রাক্কলন (২০২৪-২৫), বাজেট প্রক্ষেপণ (২০২৫-২৬ এবং ২০২৬-২৭)
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।