Site icon

পারিবারিক পেনশন কে কে পাবে ? বিস্তারিত জানুন ?

Table of Contents

Toggle

পারিবারিক পেনশন কে কে পাবে ?

পারিবারিক পেনশন কে কে পাবে  বিস্তারিত জানুন
পারিবারিক পেনশন কে কে পাবে বিস্তারিত জানুন

মৃত ব্যক্তির পেনশন কে পাবে ?

কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি মারা গেলে মৃত ব্যক্তির পেনশন ও অনুতোষিক প্রদান করার জন্য কর্মকর্তা/কর্মচারির পরিবার মৃত ব্যক্তির পেনশন প্রাপ্য হবে। এখানে পরিবার এর সদস্য বলতে বুঝায়:

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

পরিবারের সদস্যদের ছাড়া আত্মীয়বর্গের মধ্যে পেনশন কারা পাবে ?

কখন পরিবারের সদস্যদের আনুতোষিক ও মাসিক পেনশন প্রাপ্য হবে ?

কখন পরিবারের সদস্যরা আনুতোষিক প্রাপ্য হবেন ?

নিম্নোক্ত ক্ষেত্রসমূহে পরিবারের সদস্যগণ আনুতোষিক প্রাপ্য:

মৃত ব্যক্তির পেনশন কে পাবে

কখন পরিবারের সদস্যদের মাসিক পেনশন প্রাপ্য ?

পেনশনের নিয়ম কানুন বা মনোনয় সংক্রান্ত বিধিমালা ?

পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী-১৯ অনুযায়ী:

কর্মচারীর মৃত্যুতে আনুতোষিক প্রাপ্তির যোগ্য পরিবারের সদস্যবৃন্দ ও আনুতোষিক প্রাপ্তির শর্তাদি ?

যদি মনোনয়ন থাকে তাহলে  সেক্ষেত্রে কি হবে ?

যদি  মনোনয়ন না থাকলে সেক্ষেত্রে কি হবে ?

আনুতোষিক প্রাপ্তির প্রথম অগ্রাধিকারক্রমভুক্ত পরিবারের সদস্যগণ কারা ?

পরিবারের সদস্যদের পেনশন প্রাপ্তির ১ম অগ্রাধিকার ?

পরিবারের কোন কোন সদস্যগণ আনুতোষিক প্রাপ্তির দ্বিতীয় অগ্রাধিকারক্রম ভুক্ত ?

আরও জানুনঃ ২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?

পরিবারের কোন কোন সদস্যগণ আনুতোষিক প্রাপ্তির তৃতীয় অগ্রাধিকারক্রম ভুক্ত ?

পরিবারের কোন কোন সদস্যগণ আনুতোষিক প্রাপ্তির চতুর্থ অগ্রাধিকারক্রম ভুক্ত ?

পেনশনের নিয়ম কানুন বা মনোনয় সংক্রান্ত বিধিমালা

কোন কোন ক্ষেত্রে আনুতোষিক প্রাপ্য নয় ? পেনশন কারা পাবে না ?

পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী-২০ বা পারিবারিক পেনশন বিধিমালা অনুযায়ী যে ক্ষেত্রে আনুতোষিক প্রদেয় নয়:

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন করার উপায় ?

কর্মচারীর মৃত্যুতে পারিবারিক মাসিক পেনশন প্রাপ্তির যোগ্য সদস্যবৃন্দ ও মাসিক পেনশন প্রাপ্তির শর্তাদি ?

“সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর সংযোজনী-১৯ {(স্মারক নং 2566 (40) F dated 16th April, 1959 এর Section II এর Para-5 (1) – (6)} অনুযায়ী কর্মচারীর মৃত্যুতে পারিবারিক মাসিক পেনশন প্রাপ্তির যোগ্য সদস্যবৃন্দ ও মাসিক পেনশন প্রাপ্তির শর্তাদি:

মনোনয়ন থাকলে কে পারিবারিক পেনশন প্রাপ্য হবে ?

মনোনয়ন থাকার ক্ষেত্রে: মনোনয়ন বৈধ থাকলে যে হারে মনোনয়নে উল্লেখ থাকবে সে হারে পরিবারের সদস্য বা সদস্যগণ মাসিক পেনশন প্রাপ্য হবেন।

মনোনয়ন না থাকলে কে পারিবারিক পেনশন প্রাপ্য হবে ?

মনোনয়ন না থাকার ক্ষেত্রে: বৈধ মনোনয়নের অবর্তমানে পরিবারের সকল সদস্যগণ এবং আত্মীয়বর্গ একই সঙ্গে মাসিক পারিবারিক পেনশন প্রাপ্য নন। অগ্রাধিকারক্রমের ভিত্তিতে পরিবারের সদস্যগণ এবং আত্মীয়বর্গ মাসিক পারিবারিক পেনশন প্রাপ্য।

আরও জানুনঃ সেনাবাহিনীর ছুটি কত প্রকার ও কি কি বা  সামরিক বাহিনীর সদস্যগণ কি কি ছুটি প্রাপ্য হন ?

প্রথম অগ্রাধিকারক্রমের নিম্নোক্ত সদস্যগণ একত্রে মাসিক পেনশনের সম্পূর্ণ অংশ প্রাপ্য হবেন:

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশনের জন্য আবেদন করার উপায় ? মৃত ব্যক্তির পেনশন কে  পাবে ?স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে ?

পরিবারের সদস্যদের ছাড়া আত্মীয়বর্গের মধ্যে পেনশন কারা পাবে

দ্বিতীয় অগ্রাধিকারক্রমভুক্ত সদস্যদের অনুকূলে পারিবারিক পেনশন কে পাবে ?

তৃতীয় অগ্রাধিকারক্রমভুক্ত আত্মীয়বর্গের অনুকূলে কে কে পারিবারিক পেনশন প্রাপ্য হবে ?

প্রথম ও দ্বিতীয় অগ্রাধিকারক্রমের কোনো সদস্য না থাকার ক্ষেত্রে তৃতীয় অগ্রাধিকারক্রমের নির্ভরশীল আত্মীয়ের ভরণপোষণের জন্য সকলের পক্ষে (অভিভাবক হিসাবে) নিম্নোক্ত ক্রমানুসারে পেনশন মঞ্জুর (পিপিও জারি) করা যাইবে:

আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২৪ ?

চতুর্থ অগ্রাধিকারক্রম ভুক্ত আত্মীয়বর্গের অনুকূলে কে কে পারিবারিক পেনশন প্রাপ্য হবে ?

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অগ্রাধিকারক্রমের কোনো সদস্য/আত্নীয় না থাকার ক্ষেত্রে চতুর্থ অগ্রাধিকারক্রমের নির্ভরশীল আত্মীয়ের ভরণপোষণের জন্য (অভিভাবক হিসাবে) নিম্নোক্ত ক্রমানুসারে পেনশন মঞ্জুর (পিপিও জারি) করা যাইবে:

শেষ কথাঃ পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্বামী যদি সরকারিজীবি হলে স্ত্রী আর স্ত্রী সরকারিজীবি হলে স্বামী অজীবন পুনঃ বিবাহ না করার ক্ষেত্রে পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। স্বামী বা স্ত্রী না থাকলে অগ্রাধিকারভুক্ত ক্রম অনুযায়ী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version