বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন কত এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাম কি ?
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাম কি ?
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতিঃ মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু হলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তিনি ২৪ এপ্রিল ২০২৩ তারিখ থেকে দায়িত্বাধীন আছেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন।
পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন কত ?
The Presidents (Remuneration and Privileges) (Amendment) Act অনুসারে
- ১ লাখ ২০ হাজার টাকা রাষ্ট্রপতির মাসিক বেতন ।
- এই টাকা আয়করমুক্ত।
- ৬১ হাজার ২০০ টাকা এর পূর্বে বেতন ছিল ।
- লেটেস্ট ২০১৬ সালে তা বাড়ানো হয়।
- প্রেসিডেন্ট Entertainment জন্য বাজেট থাকে যা নিরীক্ষাযোগ্য নয়।
আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
• প্রেসিডেন্ট এর জন্য রাষ্ট্রীয় গৃহ থাকবে যা বঙ্গভবন নামে পরিচিত, এর সকল সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয় দেবে সরকার।
- স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি পরিবহন (গাড়ি) অ্যাডভান্টেজ পাবেন।
- Presedent Official কাজে রাষ্ট্রের বাইরে গেলে সরকার নির্ধারিত ভাতা পাবেন।
- দুই কোটি টাকা রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল রয়েছে বছরে ।
- রাষ্ট্রপতি ও তাঁর ফেমেলির সদস্যরা রাষ্ট্রের যেকোনো ক্লিনিকে বিনা খরচে চিকিৎসার অ্যাডভান্টেজ পাবেন।
- ডাক্তারের পরামর্শে বাংলাদেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচও সরকার বহন করবে।
রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে বিমাসুবিধার ব্যবস্থা আছে।
আর জানুনঃ
আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?
রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে বিমাসুবিধার ব্যবস্থা আছে। এই বিমাসুবিধা বর্তমান সালের ২৭ লাখ টাকা। ২০১৬ সালের প্রথমে ছিল ১৫ লাখ টাকা। এ রকম এইরকম বেশ কিছু সুবিধা পান রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে। উনি শুধুমাত্র প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত অন্য সব দায়িত্ব প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী পালন করবেন। কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো উপদেশ দিয়েছেন কি না এবং দিলে কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করার জন্য পারবেন না। প্রধানমন্ত্রী দেশীয় ও পররাষ্ট্রনীতি–সংক্রান্ত বিষয় সম্মন্ধে রাষ্ট্রপতিকে অবহিত রাখার চেষ্টা করবেন তার সাথে রাষ্ট্রপতি আবেদন করলে যেকোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন।
আরও জানুনঃ প্রধানমন্ত্রীর বেতন কত বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত ?
রাষ্ট্রপতির মেয়াদ কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পন্ন হওয়া সত্ত্বেও তাঁর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উনি নিজ পদে বহাল থাকবেন। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি থেকে পারবেন না।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্টপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আরও জানুনঃ পে-স্কেল বাস্তবায়নের আগে সরকারি কর্মচারিদের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা সহ অন্যান্য দাবি সমূহ ?
বর্তমান রাষ্ট্রপতির নাম কি ?
বর্তমান রাষ্ট্রপতির নাম : বাংলাদেশের ২২ তম রাষ্টপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু হলেন ।
রিলেটেডঃ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি,বর্তমান রাষ্ট্রপতির নাম কি ?,বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাম কি ?বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন কত ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।