গ্রাচুইটি কি ? সরকারি চাকরিজীবীদের পেনশন কত ? স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?
পোস্ট সামারী:
- গ্রাচুইটি কি এবং আনুতোষিক কি ?
- পেনশন বলতে কী বোঝায় ?
- সরকারি চাকরিজীবীদের পেনশন কত ?
- স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?
- পুনরায় বিয়ে করলে আমি কি আমার প্রাক্তন স্বামীর পেনশন হারাব ?
- আমি যুক্তরাজ্যে পুনরায় বিয়ে করলে আমার প্রাক্তন স্ত্রী কি আমার পেনশন দাবি করতে পারেন ?
- সরকারি চাকরিজীবীদের পেনশন কত ?
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
পেনশন বলতে কী বোঝায় ?
সরকারি কর্মকর্তা/কর্মচারি পেনশনে গমন করলে মাসিক যে পরিমাণ যে পরিমাণ ভাতা বা সম্মানী প্রদান করা হয়ে তাকে পেনশন বলা হয়।
স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?
স্ত্রীর পেনশন কি স্বামী পাবেঃ স্ত্রীর পেনশন স্বামী অজীবন পাবে। তবে স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার পেনশন বন্ধ হয়ে যাবে। বিস্তারিত জেনে নিন।
,
পুনরায় বিয়ে করলে আমি কি আমার প্রাক্তন স্বামীর পেনশন হারাব ?
পুনরায় বিয়ে করলে আমি কি আমার প্রাক্তন স্বামীর পেনশন হারাব : পুনরায় বিবাহ করলে আপনার প্রাক্তন স্বামীর পেনশন আর পাবেন না। বিস্তারিত জেনে নিন।
আমি যুক্তরাজ্যে পুনরায় বিয়ে করলে আমার প্রাক্তন স্ত্রী কি আমার পেনশন দাবি করতে পারেন ?
আমি যুক্তরাজ্যে পুনরায় বিয়ে করলে আমার প্রাক্তন স্ত্রী কি আমার পেনশন দাবি করতে পারেন : আপনি বেঁচে থাকলে তো আপনার স্ত্রী পেনশন দাবি করতে পারবে না।
গ্রাচুইটি কি বা আনুতোষিক কি ?
১ জন সরকারি কর্মকর্তা/কর্মচারি চাকরি শেষে তার সর্বশেষ বেতনের উপর এককালীন যে পরিমাণ টাকা প্রাপ্য হন সেটি গ্রাচুটি বা অনুতোষিক বলা হয়। বিস্তারিত জেনে নিন।
আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ? ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?
সরকারি চাকরিজীবীদের পেনশন কত ?
সরকারি চাকরিজীবীদের পেনশন কত: সরকারি পেনশন পাওয়ার জন্য নূন্যতম চাকরির বয়স হতে হবে ৫ বছর। চাকরিকাল ৫ বছর হলে ২১%, ৬ বছর হলে ২৪%, ৭ বছর হলে ২৭%, ৮ বছর চাকরির বয়স হলে ৩০%, ৯ বছর চাকরির বয়স হলে ৩৩%, ১০ বছর চাকরির বয়স হলে ৩৬%, ১১ বছর চাকরির বয়স হলে ৩৯%, ১২ বছর চাকরির বয়স হলে ৪৩%, ১৩ বছর হলে ৪৭%, ১৪ বছর হলে ৫১%, ১৫ বছর হলে ৫৪%, ১৬ বছর চাকরির বয়স হলে ৫৭%, ১৭ বছর চাকরির বয়স হলে ৬৩%, ১৮ বছর চাকরির বয়স হলে ৬৫%, ১৯ বছর চাকরির বয়স হলে ৬৯%, , ২০ বছর চাকরির বয়স হলে ৭২%, ২১ বছর চাকরির বয়স হলে ৭৫%, ২২ বছর চাকরির বয়স হলে ৭৯%, ২৩ বছর চাকরির বয়স হলে ৮৩%, ২৪ বছর হলে ৮৭%, ২৫ বছর এবং তদূধ্ব হলে ৯০% পেনশন ও অনুতোষিক প্রাপ্য হবে।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।