২০২৩-২০২৪ সালে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ এর চাঁদা পরিবর্তন করার উপায় ?
পোস্ট সামারীঃ
- কিভাবে জিপিএফ এর চাঁদার পরিমাণ পরিবর্তন করা যাবে ?
- জিপিএফ এর চাঁদার পরিমাণ পরিবর্তন করার জন্য কি কি তথ্য প্রয়োজন হবে ?
- জিপিএফ চাঁদার পরিমাণ আইবাসের কোন অপশন থেকে পরিবর্তন করা যাবে ?
- কিভাবে জিপিএফ এর চাঁদার পরিমাণ পরিবর্তন করার জন্য কোথায় যোগাযোগ করতে হবে ?
- জিপিএফ চাঁদার পরিমাণ পরিবর্তন করার ভিডিও ?
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
২০২৩-২০২৪ সালে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ এর চাঁদা কম বা বেশি করার উপায় ?
জিপিএফ ?
জিপিএফ: জিপিএফ হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড ( General Provident Fund ) । সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন থেকে মুল বেতনের ৫% থেকে ২৫% করা হয় কর্তন করা হয়। বছর শেষে গভর্নমেন্ট এর নির্ধারিত মুনাফাসহ জিপিএফ এর ব্যালেন্স বের করা হয়, এটাই হচ্ছে জিপিএফ।
জিপিএফ হিসাব ?
আরও জানুনঃ জিপিএফ কি ? জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করার নিয়ম ? । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ?
প্রত্যেক সরকারী কর্মচারি/কর্মকর্তার জিপিএফ এর টাকা জমা করার জন্য ১টি হিসাব নম্বর থাকে । আগে এটি ম্যানুয়্যাল নম্বর ছিল বর্তমানে প্রতিটি ম্যানুয়্যাল হিসাব নম্বর এর বিপরীতে ইন্টারনেটে ডিজিটাল নম্বর প্রদান করা হয়েছে। বছর শেষে জিপিএফ এর ওপেনিং ব্যালেন্স, মুনাফা এবং মোট জিপিএফ ব্যালেন্স বের করা হয়।
প্রত্যেক অর্থ বছরের শুরুতে জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারি জিপিএফ চাঁদা কর্ম/বেশি করার ইচ্ছা প্রকাশ করে । জিপিএফ চাঁদা পরিবর্তন করার জন্য নিম্নবর্ণিত বিষয় সমূহ অনুসরণ করতে হবে।
আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২২
- এসডিওগণ তাদের জুলাই মাসের বেতন বিল সাবমিট করা আগে নিজের আইডি থেকে জিপিএফ এর চাঁদার পরিমাণ পরিবর্তন করে নিতে পারবেন।
- কর্মচারিদের জিপিএফ এর চাঁদার পরিমাণ ডিডিও আইডি থেকে পরিবর্তন করা যাবে।
- জিপিএফ এর চাঁদার পরিমাণ পরিবর্তন করার জন্য হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করা প্রয়োজন নেই।
- জিপিএফ বিধিমাল অনুযায়ী অর্থবছরের শুরুতে চাঁদার পরিমাণ পরিবর্তন করার নিয়ম।
- জুলাই মাসে ইনক্রিমেন্ট পাওয়ার পর কর্তনের পরিমাণ পরিবর্তন করলে বর্ধিত রেটে কর্তন করতে পারবেন।
- কোন অবস্থাতেই বেসিকের সর্বনিম্ন ৫% এবং সর্বোচ্চ ২৫% এর বেশি কর্তন করতে পারবেন না।
- জিপিএফ এর চাঁদার পরিবর্তন অবশ্যই কর্মকর্তা/কর্মচাদের বেতন বিল সাবমিট করার পূর্বে সম্পন্ন করতে হবে।
আরও জানুনঃ চাকুরীরত অবস্থায় এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে জিপিএফ এর জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের নিয়ম ২০২২ ?
জিপিএফ চাঁদার পরিমাণ পরিবর্তন করার জন্য কি কি তথ্য প্রয়োজন ?
- ডিডিও বা এসডিও এর আইবাস++ এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড।
- সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারিদের জাতীয় পরিচয়পত্রের নম্বর।
যেভাবে জিপিএফ এর চাঁদা পরিবর্তন করা যাবে ?
- আইবাস এর ডিডিও এবং এসডিডিও গণের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আইবাসে প্রবেশ করতে হবে।
- তারপর Budget Execution মডিউলে প্রবেশ করতে হবে।
- তারপর GPF Management অপশনে প্রবেশ করতে হবে।
- তারপর GPF Master Data প্রবেশ করতে হবে।
- তারপর gpf subscription configuration প্রবেশ করতে হবে।
gpf subscription configuration অপশন থেকে জিপিএফ এর চাঁদা পরিবর্তন করা যাবে।
Ibas++ gpf এর চাঁদা পরিবর্তনের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
উপংহারঃ জিপিএফ বিধিমালা অনুযায়ী অর্থবছরের শুরুতে অর্থাৎ প্রতি জুলাই মাসে চাঁদার পরিমাণ পরিবর্তন করা ভাল এবং বছরে একাধিক বার জিপিএফ এর চাঁদার পরিবর্তন করা ঠিক নয়।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।