Ibas++ officer digital gpf account opening | নতুন ডিজিটাল পদ্ধতিতে অফিসারদের জিপিএফ হিসাব খোলার নিয়ম ?
ibas++ gpf account opening বা জিপিএফ হিসাব খোলার প্রয়োজনীয় তথ্য ২০২৩ ?
Ibas++digital gpf account বা ibas++ gpf account opening খুলতে কি কি কাগজপত্র লাগবে ?
- জিপিএফ নতুন হিসাব খোলার সময় কেন কাগজপত্রের প্রয়োজন নেই।
- তবে, তথ্য এন্ট্রির সময় কয়েকটি তথ্যের প্রয়োজন হয়, যা হাতের কাছে রাখতে হবে।
- যেমন, নিজ ও নমিনির জাতীয় পরিচয়পত্র বা অপ্রাপ্তবয়স্ক নমিনির জাতীয় পরিচয়পত্র,
- মূল বেতনের যাতে মাসিক চাঁদার হার সঠিকভাবে নির্ধারণ করা যায়।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
Ibas ++ gpf account opening online বা জিপিএফ হিসাব খোলার কোন প্রমাণপত্র পাওয়া যাবে কি ?
- জিপিএফ হিসাব খেলার পর চাঁদা কর্তন শুরুর পর GPF Subscription Configuration মেনুতে প্রবেশ করলে হিসাবের বিস্তারিত তথ্য পাওয়া যায়।
ibas++ gpf বা জিপিএফ হিসাব খোলার তথ্য এন্ট্রির সময় কর্মচারীর তথ্য না পাওয়া গেলে কি করতে হবে ?
- ibas++ gpf account খোলার জন্য মাস্টার ডাটায় প্রয়োজনীয় তথ্য এন্ট্রি না করলে চাঁদাদাতার জিপিএফ হিসাব খোলা যাবে না।
- কাজেই এ ক্ষেত্রে প্রথমে মাস্টার ডাটা হিসেবে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করে জিপিএফ হিসাব খোলার উদ্যোগ নিতে হবে।
আরও জানুনঃ ২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?
জিপিএফ হিসাব খোলার সময় কোন তথ্য বাদ গেলে বা ভুল হলে কি ভাবে তা সংশোধন করতে হবে?
- জিপিএফ হিসাব হিসাব খোলার সময় কোন তথ্য বাদ গেলে পরবর্তীতে তা সংশ্লিষ্ট মেনুর মাধ্যমে এন্ট্রি করা যায়।
আরও জানুনঃ২০২৩-২০২৪ সালে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ এর চাঁদা পরিবর্তন করার উপায় ?
Ibas++ এ নতুন ডিজিটাল নম্বরের gpf account opening করার পদ্ধতি ?
- নতুন নিয়োগ প্রাপ্ত গেজেটেড কর্মকর্তাগণ অর্থাৎ Self Drawing Officers (SDO) গণ তাদের জিপিএফ হিসাব নম্বর (Ibas++ online digital gpf account opening) তাদের আইবাস++ এর Self Drawing Officers (SDO) আইডি থেকে
- এবং নন গেজেটেড কর্মচারিগণ তাদের ডিডিও এর আইডি হতে iBAS++ System (online) হতে Ibas++ gpf online digital account খুলতে পারবে।
- এখানে Self Drawing Officers (SDO) গণ তাদের জিপিএফ হিসাব নম্বর (Ibas++ online gpf account opening) খোলার পদ্ধতি দেখানো হয়েছে।
আরও জানুনঃ জিপিএফ কি ? জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করার নিয়ম ? । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ?
ibas++ gpf account opening এর প্রথম ধাপ ?
Ibas++ এ নতুন ডিজিটাল নম্বরের gpf account opening করার জন্য যে কোন ব্রাউজার দিয়ে আইবাস (Ibas++) প্রবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ
ibas++ gpf account opening এর ২য় ধাপ ?
তারপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর Ibas++ এ নতুন ডিজিটাল নম্বরের gpf account opening করার জন্য নিচের স্ক্রিন আসবেঃ
আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২২
ibas++ gpf account opening এর তৃতীয় ধাপ ?
তারপর Budget Execution ক্লিক করার পর মেনুবার হতে Gpf Account Opening অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রিন আসবেঃ
অনলাইনে জিপিএফ হিসাব বা ibas++ gpf account opening এর চতুর্থ ধাপ ?
আইবাস++ এ ডিজিটাল নম্বরের নতুন নিয়মে জিপিএফ নমিনি তথ্য এন্ট্রি করার জন্য go option এ ক্লিক করার পর নিচের স্ক্রিন আসবেঃ
অনলাইনে জিপিএফ হিসাব বা ibas++ gpf account opening এর পঞ্চম ধাপ ?
প্রথম অংশ
Ibas ++ gpf account opening online করার প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করতে হবে ?
# EMPLOYEE BASIC INFO, SUBSCRIPTION INFO ENTRY and NOMINEE INFO ENTRY will be displayed automatically.
আরও জানুনঃ চাকুরীরত অবস্থায় এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে জিপিএফ এর জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের নিয়ম ২০২২ ?
# Subscription amount must be between 5% and 25% of the basic pay.
# If profit is applicable (the subscriber wants to get profit), then click Yes. If profit is not applicable (the subscriber doesn’t want to get profit), then click No.
অনলাইনে জিপিএফ হিসাব বা ibas++ gpf account opening এর ৬ষ্ঠ ধাপ ?
দ্বিতীয় অংশ
ibas ++ gpf nominee or Ibas ++ gpf nominee entry করার উপায় ?
#Click “Add” if want to add more than one Nominee.
#If Nominee Type is “Adult”, insert NID and Date of Birth of Nominee. Nominee Name will appear automatically. Then, insert Relation, Address and Share.
আরও জানুনঃ সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২২ বা জিপিএফ লোন এর নিয়ম
#If Nominee Type is “Minor”, insert Birth Registration No, Date of Birth, Nominee Name, Guardian Name, Relation, Address and Share.
#Click Save button for saving information.
After clicking the Print button, this doc will be downloaded in another Tab. Print it and put Signature of the Subscriber and Signature of the Office Head. Scan the document.
তৃতীয় অংশ
Ibas ++ gpf account opening করার জন্য সাবমিট করার উপায় ?
Upload the previously scanned doc by clicking “Select File” button. Then click on the “Submit” button.
#Submitted Form (Click here) will display the Form submitted by the Employee.
#“Detail” will display the information filled up by the Employee.
চতুর্থ অংশ
Ibas++digital gpf account করার জন্য অফিসে যোগাযোগ করতে হবে ?
#The Accounts Officer (designated personnel) can compare the Submitted Form and Detail whether they conform to each other.
#The Accounts Officer (designated personnel) can approve or send it back by clicking “Approve” and “Send Back” button. #“Submission Status: Approved” will display a list of Employee whose Nominee is approved by The Accounts Officer (designated personnel).
নতুন ডিজিটাল পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলার নিয়ম । Ibas++ এ নতুন ডিজিটাল নম্বরের gpf account opening করার পদ্ধতি জেনে নিন।
Ibas++এ ডিজিটাল নম্বর দিয়ে নতুন নিয়মে GPF Subscriber Nominee Entry দেওয়ার পদ্ধতি জেনে নিন।
রিলেটেড ট্যাগঃ Ibas++digital gpf account,নতুন ডিজিটাল পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলার নিয়ম?Gpf খুলতে কি কি লাগে? জিপিএফ হিসাব খোলার নিয়ম ?ibas++ gpf account opening,Ibas ++ gpf nominee entry example,জিপিএফ হিসাব খোলার নিয়ম
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।